তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার বাংলাদেশ জার্নালকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে দেশে করোনার টিকা আসার পরে রিজভী সাংবাদিকদেরকে বলেছিলেন, বাঁচলে বা মরলেও টিকা শরীরে প্রবেশ করাবেন না। তিনি তার ওই কথা থেকে সরে এসে অবশেষে আজ টিকা নিলেন।
গত ১৬ মার্চ করোনা আক্রান্ত হন রুহুল কবির রিজভী। এরপর ১৭ মার্চ তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।
পরে রিজভীর শারীরিক অবস্থার অবনতি হলে গত ১ এপ্রিল তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় দীর্ঘ প্রায় দুই মাস পর তাকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ আছেন।