বঙ্গনিউজবিডি ডেস্ক: বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যাচ্ছেন ভাসানী অনুসারী পরিষদের সভাপতি ডা. জাফরুল্লাহ চৌধুরী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে এ তথ্য জানান জোনায়েদ সাকি। তিনি বলেন, ‘আমরা বিকাল ৫টা নাগাদ হাসপাতালে পৌঁছাবো।’
বিএনপির দলীয় একটি সূত্র জানায়, আজ বিকাল সাড়ে ৪টার দিকে খালেদা জিয়ার চিকিৎসকেরা সর্বশেষ অবস্থা পর্যালোচনা করতে বোর্ড মিটিং করবেন। এরপরই জাফরুল্লাহ চৌধুরী ও জোনায়েদ সাকি হাসপাতালে পৌঁছাবেন। তারা খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেবেন বলেও জানায় সূত্রটি।