বঙ্গনিউজবিডি ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষামন্ত্রী রামসফিল্ড (৮৮) গত মঙ্গলবার নিউ ম্যাক্সিকো অঙ্গরাজ্যে নিজ বাসভবনে মারা গেছেন। বুধবার এক বিবৃতিতে তার পরিবারের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।
রামসফিল্ড দুই দফায় দেশটির প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ১৯৭৫-৭৭ সাল পর্যন্ত প্রথম দফায় এবং পরবর্তীতে ২০০১-০৬ পর্যন্ত দ্বিতীয় দফা পেন্টাগনের দায়িত্বে ছিলেন।
রামসফিল্ডের নেতৃত্বেই ইরাকে দীর্ঘ মেয়াদী যুদ্ধ শুরু করেছিল যুক্তরাষ্ট্র। ১৯৮৮ সালে তিনি রিপাবলিকান দলের হয়ে মার্কিন প্রেসডেন্ট নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু জয়ী হতে পারেননি।
দীর্ঘ কর্মজীবনে প্রতিরক্ষামন্ত্রী ছাড়াও মার্কিন রাষ্ট্রদূত এবং পার্লামেন্ট সদস্যের দায়িত্বও পালন করেন রামসফিল্ড।