বঙ্গনিউজবিডি ডেস্ক : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপির মরদেহ আগামী সোমবার (২৫ জুলাই) দেশে আনা হবে ৷ ওইদিন সকাল ৮টা ৪০ মিনিটে তার মরদেহ এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে ৷
ঢাকায় আনার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে নিজ নির্বাচনী এলাকা গাইবান্ধায় নিয়ে দাফন করা হবে বলে ডেপুটি স্পিকারের গণসংযোগ কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস নিশ্চিত করেছেন।
গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া শুক্রবার দিবাগত রাত ২টায় (নিউইয়র্ক সময় বিকাল ৪টা) মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।