বঙ্গনিউজবিডি ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের কোনো পরিকল্পনা নেই, আছে দুর্নীতির চেষ্টা। সব জায়গায় তারা এটা করে যাচ্ছে। বর্তমানে সরকার চোখে সর্ষের ফুল দেখা শুরু করেছে। জনগণ ফুঁসে উঠছে, ফুঁসে উঠবে। তাদের পতন ত্বরান্বিত হতে শুরু করেছে।
মঙ্গলবার দুপুর ১২টায় গুলশানের বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ফখরুল।
এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, আমরা বহু আগে থেকেই বলে আসছি, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। এটা এখন প্রমাণিত। বিদায়ী বিদায়ী সিইসি হুদা চাকরি থেকে চলে যাওয়ার পরে ওই কথাটি বলেছে। আর বর্তমান সিইসি তো গতকাল বললেন বিএনপি নির্বাচনে না আসলে তা কখনোই গ্রহণযোগ্য নির্বাচন হবে না।
ফখরুল ইসলাম বলেন, আওয়ামী লীগের অনির্বাচিত সরকারের উদ্দেশ্যমূলক নিস্ক্রিয়তাই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কারণ। এই সরকারের আমলে একের পর এক বিভিন্ন ধর্মাবলম্বীদের, উপাসনালয়, বসতবাড়ি ও ব্যবসা কেন্দ্রে পরিকল্পিত হামলা, জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার হীন চক্রান্ত।
কমিটির সদস্যরা হলেন- অনিন্দ ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুন্ডু, ফাহিমা নাসরীন মুন্নি, রুমিন ফারহানা ও নিপুন রায় চৌধুরী।