বঙ্গনিউজবিডি ডেস্ক: কুমিল্লার নাঙ্গলকোটে ইটবোঝাই ট্রাক্টরের চাপায় রাফিদুল ইসলাম রাফি (১৩) নামক এক স্কুলছাত্র প্রাণ হারিয়েছেন। আজ সোমবার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের গান্ধাছি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রাফি পার্শ্ববর্তী চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের কৈয়ারধারী গ্রামের তোফায়েল হোসেন ও রুবি আক্তারের ছেলে। সে বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে রাফিদুল ইসলাম রাফি স্কুল খোলার বিষয়ে ও ইউনিক আইডির তথ্য জানতে বাইসাইকেল নিয়ে বাঙ্গড্ডায় আসেন। স্কুলের সামনে এসে স্কুল বন্ধ দেখে পুনরায় বাড়ি ফেরার পথে গান্ধাছি গ্রামে বেপরোয়াগতিতে আসা একটি ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলে প্রাণ হারায়। স্থানীয়রা তাৎক্ষণিক ঘাতক ট্রকাটি আটক করে নাঙ্গলকোট থানা পুলিশকে খবর দিয়েছে।
নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন ঘটতার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলের উদ্দেশ্যে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।