বঙ্গনিউজবিডি ডেস্ক : চীন তাদের নতুন মহাকাশ স্টেশনের কাজ সম্পন্ন করতে তিনটি মডিউলের দ্বিতীয়টি আজ মহাকাশে পাঠিয়েছে।
রাষ্ট্রীয় মিডিয়ায় রোববার বেইজিংয়ের উচ্চাভিলাষী মহাকাশ কর্মসূচির এই সর্বশেষ পদক্ষেপের ঘোষণা দেয়।
চীনের গ্রীষ্মমণ্ডলীয় দ্বীপ হাইনানের ওয়েরচং লঞ্চ কেন্দ্র থেকে দুপুর ২:২২ টায় (০৬২২ জিএমটি) লং মার্চ ৫বি রকেটের মাধ্যমে ক্রুবিহীন মহাকাশ যানটি উৎক্ষেপণ করা হয়।