বঙ্গনিউজবিডি ডেস্ক : ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রুশ বাহিনী। অভিযানে ইউক্রেনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলে নিয়েছে রুশ সেনারা। এ সময়ে ইউক্রেনে প্রায় ৩৫৮ শিশু নিহত হয়েছে। এছাড়াও একই সময়ে ৬৮৪ জনেরও বেশি শিশু আহত হয়েছে।
রবিবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানিয়েছে, এই পরিসংখ্যানটা চূড়ান্ত না। কেননা ‘সক্রিয় শত্রুতার জায়গায়’ এবং ‘অস্থায়ীভাবে দখলকৃত এবং মুক্ত অঞ্চলগুলিতে’ এখনও কাজ চলছে।
দেশটির প্রসিকিউটর জেনারেলের কার্যালয় আরও বলেছে, রাশিয়ার গোলাগুলিতে ইউক্রেনের ২১৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২২১টি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। সূত্র: আল-জাজিরা।