বঙ্গনিউজবিডি ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডে অনেক মানুষের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। তিনি এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন।
শুক্রবার (৯ জুলাই) এক শোকবার্তায় এ দাবি জানান জাতীয় পার্টির চেয়ারম্যান। তিনি নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করে তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
জিএম কাদের বলেছেন, ‘কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত অর্ধশত মানুষের মৃত্যু হয়েছে। প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। চলমান মহামারির মধ্যে আগুনে পুড়ে একসঙ্গে এত মানুষের মৃত্যু মেনে নেওয়া যায় না। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন করতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। এমন দুর্ঘটনা যাতে আর না ঘটে, সেজন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’
জাতীয় পার্টির চেয়ারম্যান নিহতদের পরিবারকে যৌক্তিক ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিতে দ্রুত উদ্যোগ নেওয়ার জন্যম সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।