বঙ্গনিউজবিডি ডেস্ক : সরকারি ও বিরোধী উভয়দলই স্বাধীনতার স্বপক্ষে থাকা উচিত হলে স্বাধীনতাবিরোধীদের নিয়ে রাজনীতি করে বিরোধী দল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তথ্যমন্ত্রীর আহ্বান সোমবার ধানমন্ডি ৩২ নম্বরে ৬ দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, দেশে রাজনীতি এমন হওয়া উচিত যেখানে সরকারি ও বিরোধী উভয়দলই স্বাধীনতার স্বপক্ষে থাকবে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল স্বাধীনতার ৫০ বছর পরেও স্বাধীনতাবিরোধী অপশক্তিদের নিয়ে রাজনীতি করে।
তিনি বলেন, বিএনপির ভেতরেও স্বাধীনতাবিরোধীরা রয়েছে।
এরআগে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া ছয় দফা দিবস উপলক্ষে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।