এম এ হুসেইন
এই সংক্ষিপ্ততার জন্যই জীবনের
এত মধুময় আকর্ষণ ।
জীবনের একপ্রান্তে জন্ম,
অন্য প্রান্তে মৃত্য।
জন্ম- মৃত্যুর আলিঙণে
জীবন সদা কুন্ঠিত।
জীবনের প্রারম্ভেও ঘুম
অন্তিমেও ঘুম।
মধ্যখানে ক্ষনিকের জন্য
চোখ মেলে চাওয়াই জীবন।
এই ক্ষণস্থায়ী জীবনেও
সব মানুষ’ই সুখী নয়।
কিছুটা হলেও কষ্ট আছে।
সে হলো তার প্রাপ্তির অপূর্ণতা।
এই অপূর্ণতার জন্যই
জীবন হয়ে উঠে গতিহীন
আর ছন্দহীন।
মরুভুমিতে যখন ঝরণার
ফোয়ারা বয়,
তখন সেখানেও প্রাণের
স্পন্দন দেখা যায়।
আলোকিত হোক
মোদের জীবন।
এটাই আমার কামনা।