আজ শুক্রবার অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার কাছে আফগানিস্তান ৪ রানে হেরে যায়। এতে তাদের এবারের বিশ্বকাপ যাত্রা থেমে গেল।
দলটি এ বিশ্বকাপে তিনটি খেলায় পরাজিত হয়। তাছাড়া বৃষ্টির কারণে তাদের দুটি খেলা পরিত্যক্ত হয়। ফলে কোনো জয় ছাড়াই এই টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া একমাত্র দল আফগানিস্তান।
নবী তার টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে লিখেছেন, ‘আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শেষ হয়েছে। আমরা বা আমাদের সমর্থকরা এটি আশা করিনি। ম্যাচের ফলাফল নিয়ে আমরা আপনার মতোই হতাশ।’
পদত্যাগের বিষয়ে তিনি লিখেন, ‘যথাযথ সম্মানের সাথে আমি অধিনায়কত্ব থেকে পদত্যাগ করার ঘোষণা দিচ্ছি। যখন ম্যানেজমেন্ট ও দলের প্রয়োজন হবে তখন দেশের হয়ে খেলা চালিয়ে যাব।’
রশিদ খানের পদত্যাগের পর ৩৭ বছর বয়সী নবী সংযুক্ত আরব আমিরাতে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়কের দায়িত্ব নেন। নবী এর আগেও ২০১০ সালে নওরোজ মঙ্গলের পরিবর্তে অধিনায়ক নির্বাচিত হয়েছিলেন।