বঙ্গনিউজবিডি ডেস্ক: পাকিস্তানের সংসদে বিরোধী জোটের অনাস্থা প্রস্তাব বাতিলের বিষয়ে দেশটির সুপ্রিম কোর্টে শুনানি শুরু হচ্ছে।
ডনের খবরে বলা হয়েছে, পাকিস্তানের প্রধান বিচারপতি আতা বানদিলের নেতৃত্বাধীন পাঁচ সদস্য বিশিষ্ট একটি বেঞ্চ স্থানীয় সময় ১২টার দিকে শুনানি শুরু করবেন।
এর আগে গতকাল পাকিস্তানের প্রধান বিচারপতি বলেন, সংসদের সিদ্ধান্তের বিষয়ে যৌক্তিক আদেশ জারি করা হবে।
রোববার ইমরান খানের বিরুদ্ধে আনা বিরোধীদের অনাস্থা প্রস্তাব খারিজ ও পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিষয়টি আদালতে গড়িয়েছে। গতকাল পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল বলেন, ‘সংবিধানের ৫ অনুচ্ছেদ উদ্ধৃত করেও স্পিকার অনাস্থা প্রস্তাব খারিজ করে দিতে পারেন না।’