রুহুল কবির রিজভী বলেন, হ্যাঁ তারা (ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি) জানতে চেয়েছে ভেন্যু অন্য কোথাও করবো কি না। আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি, আমাদের ভেন্যু দলীয় কার্যালয়ের সামনেই থাকবে। আর আমরা চিঠি দিয়েছি। তারা চিঠি দিয়েছে, আমরা তার জবাব দিয়েছি। তিনি অভিযোগ করেন, মহাসমাবেশকে কেন্দ্র করে গতরাতে (বুধবার) প্রায় ১৫০ জনের অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং মিথ্যা মামলা দেয়া হয়েছে ১০টি