বঙ্গ নিউজ বিডি ডেস্ক: চট্টগ্রামের একটি পূজামণ্ডপে ইসলামি ভাবধারার সংগীত পরিবেশন ইস্যুতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, এ বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের জবাবদিহি করা হচ্ছে। অপরাধীর কোন দলীয়, ধর্মীয় পরিচয় হয় না। যারা এটি করবে তাদের রাজনৈতিক পরিচয় যাই হোক ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (১১ অক্টোবর) রাতে রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, আমাদের বুঝতে হবে কোথায় থামতে হবে৷ সীমারেখা বোঝার সংবেদনশীলতা থাকতে হবে। সেটি যারা অতিক্রম করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনব্যবস্থা বিগত ১৫ বছরে দেশের সব রাষ্ট্রযন্ত্র ধ্বংস করে দিয়েছে। দেশের কোনো নির্দিষ্ট একটি জনগোষ্ঠী উপকৃত হবে আরেকটি হবে না এটি প্রকৃত গণতন্ত্র না, এ বিপ্লবের সুফল প্রতিটি ঘরে ঘরে যাবে, যেখানে কোনো ধর্ম-বর্ণ গোষ্ঠী থাকবে না।
নাহিদ ইসলাম আরও বলেন, বৈষম্যহীন বাংলাদেশে সব নাগরিকের সমান অধিকার থাকবে, প্রকৃত নাগরিক স্বাধীনতা নিশ্চিত হবে।
উপদেষ্টা বলেন, এই সরকার বিশেষ সময়ে বিশেষ দায়িত্ব পালনে এসেছে। ক্ষমতার জন্য কেউ আসেনি। দায়িত্ব পালনে সবার সহযোগিতা দরকার। সবাই নির্বিঘ্নে ও নিশ্চিন্তে পূজা উদযাপন করবে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে।