বঙ্গনিউজবিডি ডেস্ক : হাসপাতালের অপারেশন থিয়েটারে রোগী। তার প্রয়োজন দ্রুত অপারেশন। রাস্তায় তীব্র যানজট। হাসপাতালে দ্রত না পৌঁছালে অস্ত্রোপচার করতে দেরি হবে।
এ অবস্থায় দেরি না করে মাঝপথে গাড়ি থেকে নেমে ৪৫ মিনিট দৌড়ে তিন কিলোমিটার রাস্তা পেরিয়ে হাসপাতালে পৌঁছলেন গোবিন্দ নন্দকুমার নামে ভারতের বেঙ্গালুরুর এক চিকিৎসক।
তিনি বেঙ্গালুরুর মণিপাল হাসপাতালে কর্মরত। প্রবল বৃষ্টির কারণে রাস্তায় পানি জমে যানজট তৈরি হয়। সরজাপুর-মারাঠাহাল্লি রাস্তায় যানজটে আটকে পড়ে তার গাড়ি। রোগীদের কথা ভেবে শেষমেশ গাড়ি থেকে নেমে দৌড় শুরু করেন নন্দকুমার।
ডা. গোবিন্দ নন্দকুমার বলেন, প্রবল বৃষ্টি ও জমা পানির কারণে কয়েক কিলোমিটার রাস্তায় যানজট ছিল। আমি তাই সময় নষ্ট করতে চাইনি। অস্ত্রোপচারের জন্য রোগীরা না খেয়ে রয়েছেন। তারা অনন্তকাল ধরে অপেক্ষা করুন, তা চাইনি। সে কারণেই দৌড়ে যাওয়ার সিদ্ধান্ত নিই।
গত ১৮ বছর ধরে একাধিক জটিল অস্ত্রোপচার করছেন নন্দকুমার। চিকিৎসক হিসেবে তার সুখ্যাতি রয়েছে। রোগীদের কথা ভেবে যেভাবে দৌড়ে হাসপাতালে গেলেন তিনি, তাতে সবাই মুগ্ধ।