বঙ্গনিউজবিডি ডেস্ক : অবশেষে পদত্যাগ করলেন শ্রীলঙ্কার বিতর্কিত প্রেসিডেন্ট গোতাবায়া। মালদ্বীপ থেকে পালিয়ে সিঙ্গাপুরে যাওয়ার পর স্পিকারের কাছে পদত্যাগপত্র ইমেইল করেছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির স্পিকার। তার পদত্যাগের খবর আসার পর কলম্বোতে আনন্দ মিছিল বের করেন সাধারণ মানুষ।
গত শনিবার গোতাবায়ার পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে ওঠে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো।
সোমবার তিনি শ্রীলঙ্কার থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকেন। কিন্তু তখন কলম্বো বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তারা তার কাগজপত্র ঠিক করে দিতে অস্বীকৃতি জানান।
এরপর মঙ্গলবার মধ্যরাতে স্ত্রী ও দুইজন নিরাপত্তারক্ষীকে নিয়ে বিমান বাহিনীর বিশেষ বিমানে করে মালদ্বীপে চলে যেতে সমর্থ হন গোতাবায়া।
সেখানকার মানুষ তার আসার বিষয়টি ভালোভাবে নেয়নি। এরপর নতুন ঠিকানা খুঁজতে থাকেন বিতর্কিত এই প্রেসিডেন্ট।
তিনি মালদ্বীপের সরকারের প্রতি অনুরোধ জানান, তাকে সিঙ্গাপুর পালিয়ে যেতে যেন বিশেষ বিমানের ব্যবস্থা করে দেয়া হয়। পরবর্তীতে সৌদি এয়ারলাইন্সের একটি সাধারণ বিমানে করে সিঙ্গাপুর পৌঁছান তিনি। এরপরই আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।
বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, মূলত গ্রেপ্তার এড়াতে সময়ক্ষেপণ করেছে গোতাবায়া এবং সিঙ্গাপুর গিয়ে পদত্যাগ করেছেন।
সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, গোতাবায়া অবতরণ করেছেন। তিনি আশ্রয় প্রার্থনা করেননি এবং তাকে কোনো আশ্রয় দেয়া হয়নি। সিঙ্গাপুর সাধারণত আশ্রয়ের অনুরোধ মঞ্জুর করে না, এটা এখনও স্পষ্ট নয় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে সিঙ্গাপুরেই অবস্থান করবেন, নাকি অন্য কোথাও যাবেন।