বঙ্গনিউজবিডি ডেস্ক : স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছেন সিলেটবাসী। শহরের ২০টি এলাকাসহ প্লাবিত হয়েছে পাঁচটি উপজেলার নিম্নাঞ্চল। এতে জেলার একেকটি উপজেলা পরিণত হয়েছে বিচ্ছিন্ন দ্বীপে। পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ।
এবার সেই বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক নিরব। বন্যার্তদের সহয়াতায় তিনি নিয়েছেন এক ব্যাতিক্রমী উদ্যোগ। শুক্রবার ১৭ জুন মুক্তি পেয়েছে নিরব অভিনীত নতুন চলচ্চিত্র ‘অমানুষ’। মুক্তিপ্রাপ্ত এই সিনেমার টিকিট বিক্রির টাকা বন্যার্তদের দান করার সিদ্ধান্ত নিয়েছেন এই নায়ক।
এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘অমানুষ’ সিনেমার পোস্টার সম্বলিত একটি ছবি প্রকাশ করেছেন নিরব। সেখানে লেখা আছে, ‘অমানুষ’ সিনেমার প্রথম সপ্তাহের টিকিট বিক্রির সকল টাকা দান করা হবে সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে। ছবিটির ক্যাপশনে নিরব লিখেছেন, ‘চলুন আমরা সবাই বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াই।’
এমন অভিনব উদ্যেগকে স্বাগত জানিয়েছেন নেটিজেনরা। পাশাপাশি আরও সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন তিনি। যাতে করে বানবাসি মানুষেরা এই পরিস্থিতি একা নয় বরং সবাই মিলে পাশে থেকে মোকাবেলা করতে পারে।
ইতোমধ্যেই উজানের পাহাড়ি ঢল ও টানা ভারি বর্ষণে সিলেট-সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে সেখানকার মানুষজন। ক্রমশ অবনতি ঘটছে পরিস্থিতির। এরইমধ্যে বাংলাদেশের নামকরা সেলিব্রিটিরা এগিয়ে আসছেন যে যার মতো করে।
প্রসঙ্গত, বাস্তব ঘটনা অবলম্বনে ‘অমানুষ’ সিনেমাটি নির্মাণ করেছেন অনন্য মামুন। এতে প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বেঁধেছেন নিরব ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। এছাড়াও বিভিন্ন চরিত্রে পর্দায় হাজির হবেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, কাজী নওশাবা আহমেদ, রাশেদ অপু, ডন প্রমুখ।