বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : দেশের সবচেয়ে বৃহৎ প্রকৌশল পেশার সংগঠন ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সভাপতি মরহুম আব্দুল কাদের সরকার ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহবায়ক মরহুম প্রকৌশলী ফজলুল হকের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার রাজধানীর কাকরাইলে আইইডিইবির প্রধান কার্য্যালয়ে এই স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আইডিইবির কেন্দ্রীয় কমিটির আহবায়ক মোঃ কবির হোসেন এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ কাজী সাখাওয়াত হোসেন এর সঞ্চালনায় কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ স্মরণ সভায় অংশগ্রহণ করেন।
উল্লেখ যে, (আইডিইবি)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সভাপতি মরহুম আব্দুল কাদের সরকার ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহবায়ক মরহুম প্রকৌশলী ফজলুল হকের পাশাপাশি জুলাই-আগষ্ট বিপ্লবের সকল শহীদের স্মরণ করা হয় এবং বিপ্লবে আহত ও ক্ষতিগ্রস্ত সকলের জন্য দোয়া কামনা করা হয়।