1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
সুন্দরবন রক্ষায় ভান্ডারিয়ায় রূপান্তরের যৌথ সভা অনুষ্ঠিত ভালোবাসা দিবসে সম্পর্কের বন্ধন দৃঢ় করছে ইনফিনিক্স সাফজয়ী নারী ফুটবল দলসহ ১৮ ব্যক্তিকে একুশে পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা সিলেট প্রদেশ প্রতিষ্ঠার দাবীতে লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সভা অনুষ্ঠিত, ইসলামী ব্যাংকের সাথে ঢাকা ম্যাস ট্রানজিট কো¤পানি লিমিটেডের চুক্তি অঞ্জন আচার্যের ইতিহাসধর্মী গল্পগ্রন্থ ‘সাদা রাত’ বইমেলায় প্রকাশ হয়েছে রাজশাহীর বানেস্বরে পেঁয়াজের বীজ কিনে প্রতারণার শিকার অর্ধশত কৃষক মেয়ের জন্মদিনে মায়ের ফেসবুকে আবেগময় স্ট্যাটাস এয়ার টিকিটের দাম অন্যান্য দেশের সমপর্যায়ে আনার চেষ্টা হচ্ছে- স্বরাষ্ট্র সচিব ক্ষমতার মোহে কেউ স্বৈরাচার হবার চেষ্টা করবেন না; জনগণ প্রতিরোধ করবে: আমিনুল হক

আইপিএফ বাংলাদেশ শিল্প মেলা-২০২৫ এ সন্তোষজনক সাড়া পাচ্ছে জিসান প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ এর স্টল

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৩ বার দেখা হয়েছে

রাজীব দে/ষ্টাফ রিপোর্টার/ঢাকা : রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ২০২৫ সালের ১২ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হয়েছে ১৭তম বাংলাদেশ আন্তর্জাতিক প্লাস্টিক, প্রিন্টিং ও প্যাকেজিং ইন্ডাস্ট্রি ফেয়ার (আইপিএফ) শিল্প মেলা।

আইপিএফ মেলা ফেব্রুয়ারী মাসে অনুষ্ঠেয়
চার দিনব্যাপী এ প্রদর্শনীতে দেশ-বিদেশের শীর্ষ প্রতিষ্ঠানগুলি সংশ্লিষ্ট খাতের সর্বশেষ প্রযুক্তি ও অত্যাধুনিক সব পণ্যগুলো তুলে ধরেছে।

মেলায় জিসান প্লাস্টিক ইন্ডাস্ট্রিস এর ম্যানেজিং ডিরেক্টর সফল ব্যবসায়ী সুমন এর সাথে কথা হয়, তিনি বলেন-২০২৫ সালে ভাষার মাস ফেব্রুয়ারী মাসে আমাদের প্লাস্টিক ওয়েলফেয়ারটা হচ্ছে দেশের ঐতিহ্যবাহী একটা মেলা।দেশে ৪ দিন ব্যাপী এই মেলার মধ্যে দিয়ে আগত ব্যবসায়ী দর্শনার্থীরা সবাই দেখার সুযোগ পাচ্ছে।এই মেলার সুবাদে দেশী-বিদেশী সবার অংশগ্রহণে সবাইকে এক ছাদের নিচে দেখতে পাওয়া যায়। আমরা যারা উৎপাদন কারি মেশিন এবং প্লাস্টিক রিলেটেড এটা সবার একটা মিলনমেলা। এই প্লাস্টিক মেলাটা খুব ভাল একটা মেলা।মেলায় আমরা ব্যবসায়ীদের ব্যাপক সাড়া পাই। আমরা মেলায় নিয়মিত স্টল নিয়ে থাকি। আমরা দেশের বাইরে ও মেলায় অংশগ্রহণ করি। দেশের বাইরে যেই মেলা গুলোতে অংশগ্রহণ করি,ওটার সাথে তুলনা করলে আমাদের বাংলাদেশের মেলা ও খুব ভাল হয়।মেলাতে আসা আমার দেশের পণ্যটাকে উপস্থাপন করা। মেলাতে আমরা নিজেদের পণ্যগুলো তুলে ধরি।আমি মেলা কমিটির ১জন সদস্য,আমরা প্রতিবছর এক্সপ্রোতে নিয়মিত অংশ নিই। আমাদের ২০০ থেকে ২৫০ টি পর্ষন্ত আইটেম আছে।আমরা চমৎকার কিছু প্রোডাক্ট নিয়ে আসছি মেলায়।সব পণ্য তো এখানে প্রদর্শন করা সম্ভব হয়নি।

আমাদের নতুন প্রোডাক্ট হচ্ছে ফুট গ্রেড, বেবি প্রোডাক্ট, সফট ট্রয়, ব্যাটারী অপারেটর কার,সেট আইটেম, বেকো, রিচার্জেবল কার,বীচ ট্রয় এবং এরোপ্লেন।

এই খেলনাগুলো আগে চায়না থেকে আমদানী হয়ে আসত। এখন আমরা নিজেরাই দেশে ম্যানুফ্যাকচারিং করি। আমরা এগুলো রপ্তানী করি বিদেশে।বর্তমানে আমাদের প্রোডাক্ট যাচ্ছে বাংলাদেশের বাইরে ইতালী সৌদিআরবে, নাইজেরিয়া, মিডলিস্টে, এবং আফ্রিকাতে। আমাদের সর্বমোট ২৫০ টার মতো পণ্য আছে,আমাদের কিউআর কোড আছে।

কিউ-আর কোড করলে আমাদের-প্রোডাক্টটা চলে আসবে।পুরনো ঢাকার চকবাজার দেবীদাস ঘাট লেনে আমাদের বিশাল বড় শো-রুম রয়েছে।ঢাকার কামরাঙ্গীর চর ছাতা মসজিদ রোডে আমাদের নিজস্ব কারখানা আছে।

আইপিএফের ১৭তম আসরে এবারের মেলায়ও ১৮টি দেশের ৩৯০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। চীন, ভারত, যুক্তরাষ্ট্র ও জাপান সহ অন্যান্য দেশের পাশাপাশি দেশীয় প্রতিষ্ঠানগুলোর ৮০০টি স্টলে প্রদর্শিত হয়েছে সর্বাধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী পণ্য। আইপিএফ মেলাটি দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহত্তম শিল্পমেলা হিসেবে পরিচিত।

বিনিয়োগকারীদের জন্য বড়মাপের সুযোগ তৈরিতে, নতুন বাজার সম্প্রসারণে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে প্রতিবছর এই মেলাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com