বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : (আইবিসিএফ)-এর টাস্ক কমিটির ৪১তম সভা ২ মার্চ ২০২৫, রবিবার গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। সভায় ১৭ মার্চ, ২০২৫ অনুষ্ঠিতব্য জাতীয় সেমিনারের বিভিন্ন বিষয়সহ সাম্প্রতিক ইসলামী ব্যাংকিং বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা হয়। আইবিসিএফ-এর টাস্ক কমিটির চেয়ারম্যান এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন, ইউনিয়ন ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান মুঃ ফরিদ উদ্দিন আহমদ, আইবিসিএফ-এর উপদেষ্টা এ কে এম নুরুল ফজল বুলবুল এবং গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি- এর এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম খলিফা ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদ, আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, এক্সিম ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ আখতার হোসেন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মোঃ ইয়াহিয়া, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ নাজমুস সাদাত, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আতাউস সামাদ এবং আইবিসিএফ এর সহকারি সচিব জাহাঙ্গীর আলম ।