বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘আওয়ামী লীগ জোরের রাজনীতি করে, ভোটের রাজনীতি করে না। আওয়ামী লীগ যদি ভোটের রাজনীতি করতো তাহলে তারা এদেশে ক্ষমতায় থাকার কোনো সুযোগ থাকত না। তারা ভোটের রাজনীতি ভুলে গেছে।’
বৃহস্পতিবার বিকালে শহরের বশির ভিলা প্রাঙ্গণে জেলা যুবদল আয়োজিত সংগঠনটির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, ‘এখনো তারা জোর করে ক্ষমতায় আছে। মামলা হামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের এমন এক জায়গায় নিয়ে গেছে যে, পেছনে দেয়াল ছাড়া আর কিছু নেই, সামনে এগিয়ে যেতে হবে।’
জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটনের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান হাছিব, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন প্রমুখ।