মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আজ রবিবার শিরোপা জয়ের লড়াইয়ে নামছে ইংল্যান্ড-পাকিস্তান। যে ম্যাচকে ঘিরে রয়েছে উত্তাপ। তবে এই ফাইনালেও রয়েছে বৃষ্টির ভ্রুকুটি।
অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতরের পূর্বাভাস, ফাইনালের দিন অর্থাৎ আজ রবিবার সকাল থেকেই আকাশ থাকবে মেঘলা। বেলা বাড়ার সঙ্গে শুরু হতে পারে বৃষ্টি। সেই সঙ্গে বইবে পারে ঝোড়ো হাওয়া। গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ২৫ কিলোমিটার। আজ আকাশ পরিষ্কার হওয়ার কোনো সম্ভাবনা নেই। বৃষ্টি হতে পারে সোমবারও। কোনো কোনো জায়গায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
ইতোমধ্যে শনিবারও বৃষ্টি হয়েছে। অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতর পরবর্তী সাতদিনের যে পূর্ভাবাস দিয়েছে, তাতে দেখা গেছে, বৃহস্পতিবারের আগে পরিস্থিতি পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। বৃহস্পতিবারও বৃষ্টির হতে পারে। তবে সেটা ৩০ শতাংশ। শুক্রবার রোদ ঝলমলে দিন থাকতে পারে। সে যাইহোক না কেন, মোদ্দা কথা, অস্ট্রেলিয়ার আবহাওয়া অফিসের পূর্বাভাসে শঙ্কিত আইসিসি।
ফাইনালের জন্য বিকল্প দিন হিসেবে সোমবার রাখা হয়েছে। রবিবার যদি বৃষ্টির জন্য ফাইনাল না হয়, তবে খেলা হবে সোমবার। সেমিফাইনাল এবং ফাইনালের জন্য আগেই অতিরিক্ত দিন হাতে রেখেছিল আইসিসি। আবার রবিবার যদি কিছুটাও খেলা হওয়ার পর বন্ধ হয়ে যায়, সে ক্ষেত্রে সোমবার বাকি খেলা হবে। ফলাফলের জন্য অন্তত ১০ ওভার করে খেলতেই হবে দু’দলকে।
তবে অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবারেও ভারী বৃষ্টি হতে পারে। ফলে, রবিবার এবং পরের দিনও ফাইনাল ম্যাচ করা বেশ কঠিন। সূত্র : হিন্দুস্তান টাইমস