আজ (৭ অক্টোবর) উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ পাকিস্তান। স্বাগতিক নিউজিল্যান্ড নামবে একদিন পরে ৮ অক্টোবর পাকিস্তানের বিপক্ষেই।
ত্রিদেশীয় এই টুর্নামেন্টে প্রতিটি দল গ্রুপ পর্বে একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। ফলে ফাইনালে না উঠলেও প্রতিটি দল কমপক্ষে চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।
সপ্তাহব্যাপী চলা এই টুর্নামেন্ট ৭ অক্টোবর শুরু হয়ে শেষ হবে ১৪ অক্টোবর। টুর্নামেন্টটির প্রতিটি ম্যাচ হবে ক্রাইস্টচার্চে।
বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল এবং একমাত্র স্পোর্টস চ্যানেল ‘টি-স্পোর্টস’ ক্রাইস্টচার্চ থেকে খেলাটি সরাসরি দেখাবে। ত্রিদেশীয় সিরিজটি ৭ অক্টোবর থেকে শুরু হয়ে শেষ হবে ১৪ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে। প্রতিটি ম্যাচই দেখা যাবে টি-স্পোর্টসের পর্দায়।