বঙ্গনিউজবিডি ডেস্ক : আজ ঈদের দিন (১০ জুলাই) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। বর্তমানে দেশটিতে অবস্থান করছেন তামিম ইকবালরা।
এদিন সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তামিম। একইসঙ্গে বাংলাদেশের খেলার দেখার আমন্ত্রণও জানিয়েছেন তিনি।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কের সঙ্গে ওয়ানডে সিরিজের ট্রফিসহ একটি ছবি পোস্ট করেছেন তামিম। আর ক্যাপশনে লিখেছেন, ‘ঈদ মোবারক। সবাইকে আজ রাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে ম্যাচ দেখার আমন্ত্রণ রইলো।’
বলে রাখা ভালো, গায়ানায় বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচ।