বিনোদন প্রতিবেদক : বিনোদন মিডিয়ার একনিষ্ঠ সাংস্কৃতিককর্মী ও বিনোদন সাংবাদিক, অভিনেতা’র আজ ১২ ডিসেম্বর শুভ জন্মদিন। গতকাল সন্ধ্যা থেকে তার জন্মদিন পালন শুরু হয়েছে। তিনি সম্প্রতি ডিইউজের ‘ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতি লিঃ’ নির্বাচনে পরিচালক পদে জয়লাভ করেছেন। গতকাল ১১ ডিসেম্বর বিকেলে সাংবাদিক ইউনিয়ন ডিউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী প্রথম শুভেচ্ছা বিনিময় ও উদ্বোধন করেন ও সন্ধ্যায় ফিল্ম ক্লাব-এর লাইব্রেরী হলে তার জন্মদিন পালিত হয়। জন্মদিনে কোন আনুষ্ঠানিকতা না রেখে, শুধু সাংবাদিক পরিবার, ক্লাব সদস্য, বন্ধু ও আত্মীয় স্বজনদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি দীর্ঘদিন বিনোদন সাংবাদিকতায় যুক্ত আছেন। আসলাম ইকবাল বাংলাদেশের আলো ও চিত্রজগতের এর চীফ রিপোর্টার ও ত্রৈমাসিক ‘প্রবীন বার্তা’র নির্বাহী সম্পাদক হিসাবে কর্মরত আছেন। তিনি চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাচ) এর সদস্য, ফিল্ম ক্লাব লিঃ এর আজীবন সদস্য, ঢাকা কালচারাল রিপোর্টার্স ইউনিটির ভাইস প্রেসিডেন্ট, অভিনয় শিল্পী সংঘ ও গ্রুপ থিয়েটার ‘নাট্যচক্রের’ সদস্য। তিনি ‘প্রবীন ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার জন্মদিন ও সাফল্য অর্জনে সাংবাদিক ইউনিয়ন ডিইউজের সদস্য, প্রেস ক্লাব, ঢাকা-সাব এডিটরস কাউন্সিল, ডিআরইউ, বাচসাচ ও ‘প্রবীণ’ সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ছবিঃ মোস্তাফিজ মিন্টু।