বঙ্গনিউজবিডি ডেস্ক: স্ত্রী পরীমণির স্ট্যাটাসের পর একরকম নাকই কাটা গেছে অভিনেতা শরিফুল ইসলাম রাজের। যার সূত্রধরে শুরু হয় নানারকম জল্পনা-কল্পনা এবং গুজব। যার প্রভাব পড়েছে রাজের কাজে।
রাজ-মিমকে নিয়ে দেয়া ফেসবুক স্ট্যাটাসের জেরে এখন কাজের সম্পর্ক নষ্ট হয়েছে দুজনের। যার ফলে মিম সরাসরি গণমাধ্যমকে জানিয়েছেন, রাজের সঙ্গে কাজ আর নয়। আমি চাই না আমার জন্য রাজ-পরীর সম্পর্ক খারাপ হোক। তারা সুখে থাকুক।
এ বিষয়ে রাজ সংবাদমাধমে জানান, সিনেমার প্রচারে আজ মিমের হাত ধরেছি, কাল আরেক ছবিতে অন্য নায়িকার হাত ধরতে হতে পারে। সিনেমা করতে গেলে এটা থাকবেই। কারণ, সিনেমা আমার কাজ, পেশা। সুতরাং এখানে এই হাত ধরাধরিটা সাধারণ ব্যাপার। এটি নিয়ে অনেক ইস্যু হয়ে গেল। হঠাৎ কেন এসব হলো, তাও জানি না। কীভাবে সামলাতে হয়, সেটাও আমি জানি না।
তিনি হতাশ হয়ে জানান, এক সপ্তাহ ধরে মানুষ আমাকে পাগল করে দিয়েছে। কিন্তু আমি কারও ফোনই ধরিনি। ঘটনাটি সত্যি হলে উত্তর দিতাম। সবার ফোন ধরতাম। আমি পরীকে সম্মান করি, সংসারকে সম্মান করি। আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও পরিবার, সংসারকে সম্মান দিয়ে যাব।
এই অভিনেতা আরও জানান, পরী এবং মিম কাজে ফিরবে কিন্তু এসব নিয়ে ওদের ঝামেলা হবে না। যে যার মতো কাজ করবে তারা। সমস্যা হবে তার, যে মানুষটি কোনো কিছুই জানে না, কোনো কিছুই করল না, তাকে নিয়ে এখন মানুষ মুখরোচক সব গল্প বানাচ্ছে, নিউজ প্রকাশ করছে।
তিনি আক্ষেপ নিয়ে জানান, বাংলাদেশের এমন কোনো মিডিয়া নাই, এসব নিয়ে খবর প্রকাশ হয়নি। যদি আমার জীবনে এমন ঘটনা ঘটত, তাহলে আমি মানতে পারতাম। বিনাদোষে অনেক কিছু আমাকে ফেস করতে হচ্ছে।
উল্লেখ্য, প্রায় এক বছর আগে রায়হান জুয়েলের নতুন সিনেমা ‘পথে হলো দেখা’ ছবিতে চুক্তি করেছেন বিদ্যা সিনহা মিম। তার বিপরীতে রাজকে নেয়ার ব্যাপারে পরিচালক আগ্রহ প্রকাশ করলেও সিনেমার স্ক্রিপ্ট পছন্দ হয়নি রাজের। পরিচালক জুয়েলও এটি স্বীকার করেছেন।