বিবিসির খবরে বলা হয়েছে, ইউক্রেন এমন প্রস্তাবের কথা বললেও মস্কোর পার্লামেন্ট (সংসদ) ভিন্ন বার্তা দিচ্ছে। পার্লামেন্ট স্পিকার আত্মসমর্পণকারী ইউক্রেন সেনাদের ‘নাৎসি ক্রিমিনাল’ অভিহিত করে বলেছেন, ‘বন্দী বিনিময় করা উচিত হবে না।’
তবে ইউক্রেনের সংসদ সদস্য ওলেক্সি গনচারেঙ্কো বিবিসিকে বলেছেন, তার বিশ্বাস রাশিয়া তাদের সঙ্গে করা চুক্তির প্রতি সম্মান দেখাবে।
ইউক্রেনের এই সংসদ সদস্য বলেন, আসল বিষয় হলো আমাদের নায়কদের (হিরো) জীবন রক্ষা করা। কারণ, তারা সমগ্র স্বাধীন বিশ্বের ‘প্রকৃত হিরো’। রাশিয়া তাদের সেনাদের নিয়ে ভাবে না মন্তব্য করে তিনি বলেন, আমরা বন্দী বিনিময় করতে প্রস্তুত্। কিন্তু রাশিয়া যুদ্ধক্ষেত্রে নিহত তাদের সেনা ও কর্মকর্তাদের লাশ পর্যন্ত নেয়নি। এ কারণে কিছুটা উদ্বিগ্নতা প্রকাশ করলেও আত্মসমর্পণকারী ইউক্রেনীয় সেনাদের ফিরিয়ে আনতে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।