বঙ্গনিউজবিডি ডেস্ক : আফগানিস্তানে খাদ্য সহায়তার জন্য নগদ এক কোটি টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। খাদ্য সহায়তার জন্য জাতিসংঘের মাধ্যমে এই অর্থ দেওয়া হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আফগানিস্তানে বর্তমানে তীব্র খাদ্য ও অন্যান্য সংকট চলছে। এর পরিপ্রেক্ষিতে অফিস অব দ্য কোঅর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (ইউএন ওসিএইচএ) এর তহবিলে অনুদান দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন ও নির্দেশনা অনুযায়ী জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী মিশন আফগানিস্তানকে এই সহায়তা পাঠাচ্ছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ অর্থ আফগানিস্তানের সংকটাপন্ন সাধারণ জনগণের জন্য ব্যয় করা হবে।
এই অনুদান দেওয়ার ফলে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে বলে আশা করছে বাংলাদেশ সরকার।