বঙ্গনিউজবিডি ডেস্ক : শনিবার দিবাগত রাতে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর বাসায় তল্লাশি চালায় পুলিশ। তাকে না পেয়ে তার ছোট ছেলে তাজওয়ার আউয়ালকে নিয়ে গেছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে ।
বিষয়টি নিশ্চিত করেন গুলশান থানার পরিদর্শক (অপারেশনস) আমিনুল ইসলাম।
তিনি বলেন, পুরোনো একটি মামলায় তাজওয়ার এম আউয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে থানাহাজতে রাখা হয়েছে।
কী মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি পরদর্শক আমিনুল ইসলাম। তিনি বলেন, মামলার কাগজপত্র না দেখে বিষয়টি বলতে পারবেন না।