বঙ্গনিউজবিডি ডেস্ক: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের নতুন পরিচালক নিয়োগ পেয়েছেন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আজিজুর রহমান। চলতি দায়িত্বে তাকে এই নিয়োগ দিয়ে সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৯৯৮ সালের ২২ অক্টোবরের স্মারক অনুযায়ী বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মো. আজিজুর রহমানকে ১ নভেম্বর থেকে অধিদপ্তরের পরিচালকের শূন্যপদে চলতি দায়িত্ব দেওয়া হলো। তিনি বিধি অনুযায়ী দায়িত্বভাতা প্রাপ্য হবেন।
উল্লেখ্য, আবহাওয়া অধিদপ্তরের পরিচালকের দায়িত্ব চালিয়ে আসা সামছুদ্দিন আহমেদ গত ৩১ অক্টোবর অবসরে গেছেন।