তিনি বলেন, বলার মতো ভাষা নেই। পৃথিবীর নিয়মে তিনি চলে গেলেন। ভাবতাম, তিনি হয়তো কখনও যাবেন না। এমন একটা মনের ভেতর চিন্তা হতো। লতা মুঙ্গেশকর নাই পৃথিবীতে এটা ভাবাই যায় না। আমার সৌভাগ্য বলব- তার মতো বড় মাপের শিল্পীর সঙ্গে দেখা ও কথা হয়েছিল। আমার গানও শোনেন তিনি। সেই স্মৃতি কোনোদিনও ভুলব না, সারাজীবন মনে থাকবে।
তিনি আরও বলেন, সেদিনের স্মৃতি খুব মনে পড়ছে। এত বড় মাপের শিল্পী কিন্তু কাছে গিয়ে বোঝার উপায় নেই। তিনি যত বড় শিল্পী ছিলেন, মানুষ হিসেবে ছিলেন ততই বিনয়ী। তার গান নিয়ে কিছু বলতে পারব না। এমন একজন সংগীত শিল্পীর গান নিয়ে কিছু বলা যায়? আমিও পারব না। শুধু বলব- একদিন আগে সরস্বতী পূজা ছিল। সরস্বতী পূজার দিন চলে গেলেন গানের সরস্বতী। তিনি তো গানের দেবী।
উল্লেখ্য, প্রায় ২৮ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ রবিবার সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লতা মঙ্গেশকর। তার বয়স হয়েছিল ৯২ বছর।