বঙ্গনিউজবিডি ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আরিফুল হক চৌধুরীর মাত্র তিন মিনিটের একটি বক্তব্যে স্থানীয় আওয়ামী লীগে তোলপাড় শুরু হয়েছে। এতে মেয়র আরিফুল হকের ওপর খেপেছেন আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। সিলেট মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে আনুষ্ঠানিক প্রতিবাদ ও নিন্দা। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মেয়র আরিফ বিদ্ধ হচ্ছেন ক্ষমতাসীন দলের অনুসারীদের তির্যক কথার বাণে।
সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে আওয়ামী লীগ ও সরকার নিয়ে আরিফুল হক চৌধুরীর কটূক্তিমূলক বক্তব্য নিয়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে আরিফুল হক চৌধুরীর দাবি, সিলেটের উন্নয়ন বাধাগ্রস্ত করতেই একটি মহল তার বক্তব্য নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। ৬ সেপ্টেম্বর ছিল সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ১২তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মৌলভীবাজারে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আরিফুল হক চৌধুরী।