নিজস্ব প্রতিনিধি:ঢাকা জেলার সাভার উপজেলার শিল্পাঞ্চল আশুলিয়া থানার আশুলিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড ছাত্রদল কর্মী রাহাত মাদবর কে মারধর এর ঘটনায় থানায় অভিযোগ দায়ের করার পর ও হত্যার হুমকির অভিযোগ যুবলীগ নেতা শাহ আলম ডালির বিরুদ্ধে।
গত ২২ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যায় ধামসোনা ইউনিয়ন ৭ নং ওয়ার্ড যুবলীগ নেতা শাহ আলম ডালি সহ অজ্ঞাত আরো ৭/৮ জন। পার্শ্ববর্তী আশুলিয়া ইউনিয়ন ১ নং ওয়ার্ড ছাত্রদল কর্মী রাহাত মাদবর কে একা পেয়ে পূর্ব শত্রুতার জের ধরে লোহার রড লাঠি এস এস পাইপ ও দেশীয় অস্ত্রসহ ছাত্রদল কর্মী রাহাতের উপর সন্ত্রাসী হামলা চালায়। এসময় তার সাথে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় শাহ আলম ও তার সহযোগীরা।
এসময় ছাত্রদল কর্মী রাহাত মাদবর এর ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে শাহ আলম ডালি ও তার সহযোগীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। তখন স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র চিকিৎসা কেন্দ্র চিকিৎসা করান। উক্ত ঘটনায় আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
এরপর থেকে গা ডাকা দিয়েছেন শাহ আলম ডালি ও তার সহযোগীরা। গত ১৭ জানুয়ারী ২০২৫ ইং তারিখে বিভিন্ন লোকজনের মাধ্যমে আবারো রাহাত মাদবর কে অবিরত হত্যার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন ছাত্রদল কর্মী রাহাত মাদবর। উক্ত ঘটনায় জানার জন্য যুবলীগ নেতা শাহ আলম ডালির ব্যাবহৃত মোবাইল ফোন যোগাযোগ করার চেষ্টা করলে তার ব্যাবহৃত মোবাইল ফোন টি বন্ধ থাকায় যোগাযোগ করতে ব্যার্থ হয় ।