জানা যায়, সোমবার রাতে মঠবাড়িয়া পৌরসভার সামনে থেকে উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিনের সমর্থক মো. সোহেলকে একটি অপহরণ মামলায় আটক করা হয়। আটকের পর পরই উপজেলা চেয়ারম্যান এর সাথে থাকা ৩০ থেকে ৪০ জন কর্মী সমর্থক পুলিশের কাছ থেকে সোহেলকে ছিনিয়ে নিয়ে যায়। সিসিটিভি ক্যামেরায় আসামি ছিনতাইয়ের ঘটনাটি রেকর্ড হয়। ভিডিওতে দেখা যায়, চেয়ারম্যান রিয়াজ উদ্দিন ও তার সাথে থাকা লোকজন পুলিশের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পরে। এক পর্যায় পুলিশের কাছে থেকে একজনকে ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় মঙ্গলবার রাতে ২৭ জন নামীয় ও অজ্ঞাতনামা ২৫-৩০ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন থানার উপ-পরিদর্শক আব্দুল কুদ্দুস। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে রাতে সোহেলসহ ১১ জনকে গ্রেপ্তার করে। সোহেলের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় ১৭ টি মামলা রয়েছে।
বুধবার (৮ নভেম্বর) দুপুরে পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান প্রেস ব্রিফিংয়ে জানান, পুলিশের কাজে বাধা প্রদান, পুলিশকে আহত করা এবং অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় থানায় আলাদা মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত সকলকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। তিনি আরো জানান, ঘটনার সাথে উপজেলা চেয়ারম্যান বা অন্য কারো ভূমিকা কতটুকু তা খতিয়ে দেখা হচ্ছে।