বঙ্গনিউজবিডি ডেস্ক : আওয়ামী লীগের অবস্থান জনগণের বিরুদ্ধে নয়, আওয়ামী লীগের অবস্থান সাম্প্রদায়িকতা ও বিএনপির মিথ্যাচারের বিরুদ্ধে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘আগুন নিয়ে খেলবেন না। আগুন নিয়ে খেললে এই আগুনেই পুড়ে মরবেন। আমাদের জন্ম রাজপথে, রাজপথেই থাকবো, রাজপথ কখনো ছাড়বো না।’
আজ রোববার ( ১২ জুন) রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মাঠে মোহাম্মদপুর থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে একথা বলেন।
‘আওয়ামী লীগ জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে’ বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের প্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ জনগণের পার্টি। আমরা কখনও যাইনি জনগণের বিরুদ্ধে। আমাদের অবস্থান জনগণের বিরুদ্ধে নয়৷ সাম্প্রদায়িকতা ও বিএনপির মিথ্যাচারের বিরুদ্ধে।
তিনি বলেন, আমাদের অবস্থান আপনাদের দুর্নীতি-লুটপাটের বিরুদ্ধে। সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে তদন্ত চলছে। নাশকতার কিছু-কিছু তথ্য গোয়েন্দাদের কাছে রয়েছে। আমর পরিষ্কার বলতে চাই আগুন নিয়ে খেলবেন না। আগুন নিয়ে খেললে এই আগুন পুড়ে মরবেন।
নেতাকর্মীদের উদ্দেশ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধু আমাদের বাংলাদেশ দিয়েছেন। শেখ হাসিনা উন্নত বাংলাদেশ দিয়েছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হোন৷ অন্তরকোলাহল থাকলে দূর করুন। বিবাদ মিটিয়ে ফেলুন। আওয়ামী লীগকে আরও ঐক্যবদ্ধ আরও সুশৃঙ্খল প্রতিষ্ঠান হিসেবে আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে নৌকা আবারও পৌঁছবে বিজয়ের বন্দরে।
মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তারের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর আবদুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান,সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা,সংসদ সদস্য সাদেক খান এবং মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান মিয়া চান।