আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) মামলা দায়েরের পর ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনে মামলাটি খারিজ করে দেন।
মামলার অভিযোগকারী প্রত্যক্ষদর্শী বা ভিকটিম নন বলে উল্লেখ করে সেটি খারিজ করে দেওয়া হয়েছে।
এর আগে আজ মঙ্গলবার সকালে ঢাকা বার অ্যাসোসিয়েশনের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী বাদী হয়ে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে মামলার আবেদন করেন।
মামলার অন্য আসামিরা হলেন- কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা, আগা খান মিন্টু, এম এ মান্নান কচি ইসমাইল হোসেনসহ ২০ জন।
এ ছাড়া মামলার আবেদনে আরও ৪ শ থেকে ৫ শ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
গত ১৫ সেপ্টেম্বর ঢাকার মিরপুরে বিএনপির শান্তিপূর্ণ মিছিলে হামলা চালানো হলে অন্তত ২০ নেতাকর্মী আহত হন বলে উল্লেখ করা হয় মামলার আবেদনে।