বঙ্গনিউজবিডি ডেস্ক : কোভিড পজিটিভ হয়েছেন ভারতের অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। এ কারণে দলের অন্যদের সঙ্গে ইংল্যান্ডের বিমানে চড়তে পারেননি তিনি।
সংবাদ সংস্থা পিটিআইকে বিসিসিআইর একটি সূত্র এই খবর জানায়, ‘বিমান ধরার আগে করোনায় আক্রান্ত হওয়ায় অশ্বিন দলের সঙ্গে যুক্তরাজ্যে যেতে পারেননি। কিন্তু আমরা আশাবাদী ১ জুলাই টেস্ট ম্যাচ শুরুর আগে তিনি সেরে উঠবেন। তবে লিস্টারশায়ারের বিপক্ষে চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে পারবেন না তিনি।’
দলের বাকিরা এরই মধ্যে লিস্টারে পৌঁছে গেছেন। বোলিং কোচ পরশ মাম্ব্রে ও ব্যাটিং কোচ বিক্রম রাঠোড়ের অধীনে অনুশীলন করছেন তারা।