জাতীয় দল ছাড়াও হ্যান্ডরিক ডার্বিশায়ার ও নটিংহ্যাম্পশায়ারের হয়ে খেলেছেন। তিনি অন্ত্রের রোগ ও ক্যানসারে ভুগছিলেন।
ক্রিকেট ডার্বিশায়ার তাদের সাবেক খেলোয়াড়ের মৃত্যুতে শোক প্রকাশ করে এক বিবৃতিতে জানায়, ‘মাইক হ্যান্ডরিকের মৃত্যুতে ডার্বিশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব গভীরভাবে শোকাহত। তিনি যুদ্ধোত্তর ক্রিকেটারদের মধ্যে কাউন্টির সেরাদের একজন ছিলেন।
হ্যান্ডরিকের টেস্ট অভিষেক হয় ১৯৭৪ সালে, ভারতের বিপক্ষে। ১৯৮১ পর্যন্ত তিনি ইংল্যান্ডের হয়ে ৩০টি টেস্ট খেলে ২৫.৮৩ গড়ে নেন ৮৭ উইকেট। তিনটি অ্যাশেজ সিরিজে জয়ী দলের সদস্যও ছিলেন হ্যান্ডরিক।
পাশাপাশি তিনি খেলেছেন ২২ ওয়ানডে। তার মধ্যে আছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯৭৯ সালের বিশ্বকাপ ফাইনালও। এই বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তিনি। ৫ ম্যাচে ১৪.৯০ গড়ে নেন ১০ উইকেট। সেরা ফিগার ছিল ১৫ রানে ৪ উইকেট।