বঙ্গনিউজবিডি ডেস্ক: ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনাকে কেন্দ্র করে নানা নিষেধাজ্ঞার মুখে পড়েছে রাশিয়া। বিভিন্ন চাপের মধ্যেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রয়েছেন তার সিদ্ধান্তে অটল। এরই মধ্যে ইউক্রেনের ‘রাষ্ট্রত্বের অস্তিত্ব’কে কাঁপিয়ে দেয়ার হুমকি দিয়েছেন দিয়েছেন তিনি।
রাশিয়ান টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে পুতিন বলেন- বর্তমান কর্তৃপক্ষের (ইউক্রেনের) অবশ্যই বোঝা উচিত, তারা যা করছে তা অব্যাহত থাকলে ইউক্রেনের রাষ্ট্রত্বের ভবিষ্যতই প্রশ্নবিদ্ধ হবে। এবং এটা যদি সত্যিই ঘটে, তাহলে সেটার জন্য সম্পূর্ণ দায়ী থাকবে তারাই (ইউক্রেনের বর্তমান সরকার)। খবর এএফপি।
পুতিন আরো বলেন, রাশিয়া ইউক্রেনকে বেসামরিকীকরণ এবং নব্য নাৎসিমুক্ত করতে চেয়েছে।
রাশিয়ায় সামরিক আইন জারির কোনো পরিকল্পনা নেই জানিয়েছেন পুতিন বলেন, সামরিক আইন জারি করা হবে কেবল বাইরের দেশ থেকে রাশিয়ায় হামলা হলেই। এই মুহূর্তে এ ধরনের কোনো পরিকল্পনা নেই এবং আশা করি আমাদের এটার দরকার হবে না।
উল্লেখ্য, পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোতে যোগ দেয়াকে কেন্দ্র করে গত বছরের শেষের দিক থেকে তীব্র দ্বন্দ্ব শুরু হয় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। এরপর গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এর পর থেকে ইউক্রেনজুড়ে ভয়াবহ সংঘাত চলছে। নানা নিষেধাজ্ঞার মধ্যে মস্কোর ওপর আরোপ করা সর্বশেষ নিষেধাজ্ঞা হিসেবে যুক্তরাষ্ট্র ভিত্তিক কার্ড পেমেন্ট জায়ান্ট ভিসা মাস্টারকার্ড রাশিয়ায় তাদের কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে। এদিকে রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরো বাড়ানোর ঘোষণা দিয়েছে বিশ্বনেতারাও।