তুর্কি সরকারের এক বিবৃতিতে জানানো হয়, ইউরোপীয় ইউনিয়নের তরফ থেকে এরদোয়ানকে এ ধরণের অনুরোধ করা হয়েছে। তবে তাতে সাড়া দেবে না তুরস্ক।
প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে এক টেলিফোন আলাপে ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেল আফগানিস্তানে ইউরোপিয়ান ইউনিয়ন মিশনের স্থানীয় কর্মীদের গ্রহণের অনুরোধ জানান।
বিবৃতিতে আরও বলা হয়, নিজেদের হয়ে কাজ করা সামান্য সংখ্যক মানুষকে গ্রহণ করছে ইউরোপীয় ইউনিয়ন। আর অন্যদের অন্য দেশগুলোতে পাঠানোর চেষ্টায় রয়েছে। তবে এই অনুরোধে সাড়া দেবে না তুরস্ক।
প্রসঙ্গত, প্রায় ৪০ লাখ শরণার্থী বাস করে তুরস্কে। এদের বেশিরভাগ সিরিয়ার নাগরিক এবং গৃহযুদ্ধের কারণে দেশে থেকে পালিয়েছে। তুরস্ক বর্তমানে বিশ্বব্যাপী যে কোনো দেশের চেয়ে সবচেয়ে বেশি শরণার্থীকে জায়গা দিয়েছে।