স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে : গতকাল ২১শে মার্চ শুক্রবার ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম (ইউসিটিসি) এর ইসলামিক স্টাডিজ বিভাগ এবং ডিপার্টমেন্ট অফ ইসলামিক স্টাডিজ স্টুডেন্ট এসোসিয়েশন (DISSA) এর যৌথ উদ্যোগে সেমিনার, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সম্মানিত বক্তারা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফরিদ উদ্দিন এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ মঈন উদ্দিন, রেজিস্ট্রারার সালাহউদ্দিন আহমেদ, ফিন্যান্স ডিরেক্টর প্রফেসর আব্দুল কাদের তালুকদার।
তাদের অন্তর্দৃষ্টিপূর্ণ আলোচনা সমাজের মধ্যে নৈতিকতা, সহানুভূতি গভীর প্রভাব তুলে ধরে। আরও উপস্তিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান এস এম বেলাল নূর আজিজি ও কো-অর্ডিনেটর মোহাম্মদ ওবাইদুল্লাহ সহ সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।