রনজিৎ সরকার রাজ , বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :গতকাল ১৯ মার্চ’২০২৫ বুধবার বাদ আসর হতে ইফতার পর্যন্ত দিনাজপুরের বীরগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গনে দেশ জাতি ও মানবতার কল্যাণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মহতি ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিপুল সংখ্যক রোজাদার মুসল্লির সাথে বিশেষ দোয়া এবং ইফতার পার্টিতে অংশ নেন বীরগঞ্জ থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর।
সভা মঞ্চে প্রধান অতিথিকে প্রেসক্লাব নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত করেন।
প্রধান অতিথির সফর সঙ্গী হিসেবে ছিলেন চৌকস পুলিশ অফিসার জাহাঙ্গীর বাদশা রনি, সিরাজুল আওলাদ সুমন, গোয়েন্দা শাখা পুলিশ অফিসার জাহাঙ্গীর হোসেন, ডিএসবি হাবিবুর রহমানসহ থানার অন্যান্য অফিসারবৃন্দ।
বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীন সাংবাদিক আলহাজ্ব মোঃ আবেদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিনুর ইসলামের সঞ্চালনায় ‘আমার দেশ’ প্রতিনিধি সাংবাদিক মোশাররফ হোসেন, ‘আজকের পত্রিকা’ প্রতিনিধি নাজমুল ইসলাম মিলন, সহ-সভাপতি ছকিমদ্দিন, আরমান আলী, সাবেক সভাপতি মাজেদুর রহমান, নয়া দিগন্ত প্রতিনিধি এসএম হাদিউজ্জামান হাদী, সাংবাদিক ফেরদৌস ওয়াহিদ সবুজ, তোফাজ্জল হোসেন, নাজমুল ইসলাম, , গোকুল রায়ের সার্বিক তত্ত্বাবধান ও আন্তরিকায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।