বঙ্গনিউজবিডি ডেস্ক : জামিনে মুক্ত হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ দলের চেয়ারম্যান ইমরান খান। তার মুক্তিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ।
টুইটারে এই ঘটনার প্রতিক্রিয়াও জানিয়েছেন এই ব্রিটিশ সিনেমা প্রযোজক ও চিত্রনাট্যকার। আর তার সেই পোস্ট অনেক পাকিস্তানির মন জয় করে নিয়েছে।
ইমরান খানকে মুক্তি দেওয়ার খবরের স্ক্রিনশট শেয়ার করে জেমিমা লিখেছেন, ‘অবশেষে হুঁশ ফিরল।
আর এমন টুইটের পর অনেকে জেমিমার সাথে ইমরানের বিচ্ছেদের স্মৃতি হাতড়ে হয়েছেন বেদনাকাতর। প্রাক্তনকে এখনও এভাবে মনে রাখার বিষয়টি নিয়েও প্রশংসা কুড়িয়েছেন তিনি। তবে উল্টো মতও আছে। অনেকে বলছেন, মায়াকান্না কাঁদছেন ইমরানের সাবেক স্ত্রী।