বঙ্গনিউজবিডি ডেস্ক: সিরিয়ার দামেস্কে অবস্থিত ইরানের কন্স্যুলেটে ইসরাইলের বর্বর হামলার পর ইরান এর বদলা নেয়ার হুমকি দিয়েছে। এই হামলায় ইরানের অভিজাত কুদস ফোর্সের শীর্ষ স্থানীয় দু’জন কমান্ডার নিহত হয়েছেন। এর শাস্তি ইসরাইলকে পেতেই হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। এর প্রেক্ষিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হুঁশ ফিরেছে। তিনি ইরানের সম্ভাব্য প্রতিশোধের আশঙ্কায় সুরক্ষা নিশ্চিত করার চেষ্টা করছেন। বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
নেতানিয়াহু বলেছেন, কেউ যদি আমাদের ক্ষতি করে বা ক্ষতি করার পরিকল্পনা করে থাকে, তাহলে সে যে-ই হোক না কেন আমার দেশ তার ক্ষতি করবে। ইসরাইলের সশস্ত্র বাহিনী তাদের সব কমব্যাট ইউনিটের সবার ছুটি সাময়িক বাতিল ঘোষণা করার পর এমন মন্তব্য করলেন তিনি। এর অর্থ ইসরাইলে হামলা চালাতে পারে ইরান এমন আতঙ্কে আতঙ্কিত নেতানিয়াহু। এ জন্য যুদ্ধরত সব ইউনিটের ছুটি বাতিল করা হয়েছে। দেশে এবং দেশের বাইরে তাদের সব দূতাবাস ও কন্স্যুলেটে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
এর বাইরেও ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ইউনিটের রিজার্ভ সেনাদের তলব করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বৃহস্পতিবার নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদের একটি বৈঠক আহ্বান করেন নেতানিয়াহু। সেখানে তিনি বলেন, বছরের পর বছর ধরে আমাদের বিরুদ্ধে প্রত্যক্ষভাবে অথবা প্রক্সির মাধ্যমে কার্যক্রম চালিয়ে যাচ্ছে ইরান। তাই ইরানের বিরুদ্ধে এবং তাদের প্রক্সির বিরুদ্ধে ইসরাইলও আত্মরক্ষামূলক এবং আক্রমণাত্মকভাবে কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, আমাদেরকে কিভাবে রক্ষা করতে হয় তা আমরা জানি। বার্তা সংস্থা রয়টার্সের সাংবাদিকরা এবং ইসরাইলের বাণিজ্যের প্রাণকেন্দ্র তেল আবিবের বাসিন্দারা অভিযোগ করেছেন, এরই মধ্যে তাদের জিপিএস সার্ভিস বিঘ্নিত হচ্ছে। অন্যদিকে ইরানের দুটি সূত্র বলেছেন, উত্তেজনাকে বৃদ্ধি না করে তাদের জবাব হবে সুসংগঠিত।