বঙ্গনিউজবিডি ডেস্ক: সবাইকে সংযত থাকার আহ্বান জানালেও ইরানের হামলার নিন্দা জানায়নি চীন। রোববার দেয়া এক বিবৃতিতে তারা বলেছে, বর্তমান অস্থিরতায় তারা গভীরভাবে উদ্বিগ্ন। একই সাথে তারা সব পক্ষকে বিরত থাকার আহ্বান জানায়।
উল্লেখ্য, ইরানের সঙ্গে ঘনিষ্ঠ কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আছে চীনের। সিরিয়ায় ইরানের কন্সুলেটে হামলার পর ইরানকে প্রতিশোধ না নিতে উদ্বুদ্ধ করতে বেইজিংয়ের প্রতি আহ্বান জানায় যুক্তরাষ্ট্র।