বঙ্গিউজবিডি ডেস্ক: ইরানের একটি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। এ খবর দিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম এবিসি নিউজ।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ইসফাহান শহরে বিস্ফোরণের খবর দিয়েছে।
এর আগে গত শনিবার ইসরাইলে নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর জবাব দেয়া হবে বলে আগেই ঘোষণা দিয়েছিল ইসরাইল। যদিও যুক্তরাষ্ট্র ও বেশ কয়েকটি ইউরোপীয় দেশ ইসরাইলকে পাল্টা হামলা না চালানোর জন্য আহ্বান জানিয়েছিল। কিন্তু ইসরাইল তা উপেক্ষা করে এই হামলা চালালো।