বঙ্গনিউজবিডি ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্ক লক্ষ্য করে ইহুদিবাদী ইসরাইল যে ২৪টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল তার মধ্যে ২১টি ধ্বংস করতে সক্ষম হয়েছে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী।
রাশিয়ার সামরিক বাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে ইরানী গণমাধ্যম পার্স টুডে।
গণমাধ্যমটি এক খবরে জানিয়েছে, ইসরাইলি ক্ষেপণাস্ত্র ধংসের এ তথ্য জানিয়েছেন সিরিয়ায় রাশিয়ার রিকনসিলেশন সেন্টারের উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল ভাদিম কুলিত।
তিনি বলেন, শুক্রবার রাত দেড়টার দিকে লেবাননের আকাশসীমা ব্যবহার করে ইসরাইলের বিমান বাহিনী এফ-১৫ বিমান থেকে দামেস্ক শহর লক্ষ্য করে ২৪টি গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। কিন্তু সিরিয়ার সামরিক বাহিনী রুশ নির্মিত বাক-এম-২ই এবং পান্তশির এস-১ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ২১ ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়।