সৌদি আরবের প্রভাবশালী গণমাধ্যম ‘আরব নিউজের’ এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, এদিন ভোর থেকেই জেরুজালেমের প্রবেশপথে ইসরায়েলি সামরিক চেকপয়েন্ট পেরিয়ে পশ্চিম তীর থেকে হাজার হাজার ইসরায়েলি নাগরিক এবং ফিলিস্তিনিরা মসজিদে ভিড় জমায়।
রমজান মাসের প্রথম শুক্রবার উপলক্ষে বায়তুল মুকাদ্দাস নগরীর সড়কগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয় ইসরায়েলি সেনারা।
ফিলিস্তিনিরা যাতে বিক্ষোভ করতে না পারে সেজন্য প্রায় তিন হাজার ইসরায়েলি সেনা মোতায়েন করা হয়।