বৃহস্পতিবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্ত্রী বলেন, ‘ইসরায়েলের সঙ্গে এ অঞ্চলের সম্পর্ক স্বাভাবিক হলে তা সামগ্রিকভাবে এ অঞ্চলের ব্যাপক উপকার করবে।’ তিনি বলেন, ‘এটি অর্থনৈতিক, সামাজিক ও নিরাপত্তার দিক থেকে অত্যন্ত উপকারী হবে।’ তবে তিনি এও বলেন, ‘এটি কেবলমাত্র সম্ভব যদি ১৯৬৭-এর সীমান্ত অনুযায়ী ফিলিস্তিনিদের রাষ্ট্র দেওয়া হয়।’ এর আগেও সৌদি আরব এ ধরনের মন্তব্য করেছে।
তবে সবসময় দেশটি ফিলিস্তিনিদের স্বার্থ রক্ষা করার কথা বলেছে। এর আগে আরব দেশগুলোর মধ্যে আরব আমিরাত ও বাহরাইন ইসরায়েলের সঙ্গে কূটনীতিক যোগাযোগ স্থাপন করেছে।